স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সরকারী কলেজ আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সহ—সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন মঞ্জু, সংগঠনের সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কামাল উদ্দিন,সংগঠনের সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্বরণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সহ—সভাপতি আকবর হোসেন মঞ্জু বলেন, দলমত নির্বিশেষে সুনামগঞ্জের বানবাসী মানুষের পাশে দাড়ানো উচিৎ। সরকারী সাহায্য সহযোগিতা পেতে সময় লাগে কিন্তু ব্যক্তিগত বা সাংগঠনিক সহায়তা করতে সময় লাগে না। শুধু মনমানসিকতার দরকার হয়।