1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

সুনামগঞ্জের ধোপাজান নদী থেকে ৫টি বালুভর্তি নৌকা আটক করেছে পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা ৫টি বালু ভর্তি নৌকা আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে জেলা পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁনের নির্দেশে সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল ইসলামের নেতৃত্বে এসআই ফজলে রাব্বি ও এসআই মাহিন উদ্দিনসহ একটি ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালু ভর্তি নৌকা আটক করতে সক্ষম হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা নৌকা থেকে নদীতে ঝাপিয়ে পড়ে পালিয়ে যায়। বালু ভর্তি নৌকা আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি নাজমুল ইসলাম জানান, প্রচন্ড বজ্রবৃষ্টি উপক্ষো করে সদর থানা পুলিশের অভিযানে ৫টি বালু ভর্তি নৌকা আটক করা হয়েছে। আটককৃত বালু ভর্তি নৌকা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন