সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম নাজমুল সাকিব (২)। সে উপজেলার বাশতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সামসুল ইসলামের পুত্র।
বুধবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আওয়াল ভুঁইয়ার বাড়ীর পুকুরে। স্থানীয় সুত্র জানায়, ঈদের দাওয়াতে নাজমুল সাকিব তার মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে আসে। বুধবার দুপুরে নাজমুল সাকিব নানার বাড়ির সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশু নাজমুল সাকিবের লাশ ভেসে উঠে এবং লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
দোয়ারাবাজার থানার ওসি মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে।