স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নির্বাচনে ভোট গনণায় অনিয়মের অভিযোগে প্রকাশিত দুটি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি লাঙ্গগ প্রতিকের প্রার্থী মো: ফারুক মিয়া গত ৫/১২/২০২১ইং তারিখে দায়েরকৃত রিট পিটিশনের প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট শাখার বিচারপতি মামনুর রহমান ও খন্দকার দিলিরুজ্জামান এর আদালত এর দ্বৈতবেঞ্চ কাঠইর ইউনিয়ন পরিষদের ২৮ নভেম্বর অনুষ্টিত দুটি কেন্দ্রের প্রকাশিত ফলাফলে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে চেয়ারম্যান পদের ফলাফল স্থগিতের আদেশ প্রদান করেন। পিটিশন নং-১১৮৩০/২১। রিট পিটিশনে তিনি বলেন তৃতীয় ধাপের কাঠইর ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে ৫নং উলুতুলু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় প্রার্থীর এজেন্ট লাঙ্গল প্রতিক এগিয়ে ছিল বলে
উল্লেখ করেন। কিন্তু ফলাফল সীটে দেখা গেছে খেজুর গাছ প্রতিক নিয়ে শামছুল ইসলাম ১৭৯ ভোট ও লাঙ্গল প্রতিকে ফারুক মিয়া ১০৫ ভোট পেয়েছেন। এখানে ৭৪ ভোটের ব্যাবধান দেখানো হয়েছে। অপরদিকে ৬নং শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে মোট ১৩৩৩ ভোট দেখানো হয়েছে। ইউপি সদস্য পদে ১৪৫৭ ভোট কাষ্টিং দেখানো হয়েছে। এখানে
১২৪ ভোটের ব্যাবধান থাকায় অনিয়ম হয়েছে বলে লাঙ্গল প্রতিকের প্রার্থীর অভিযোগ করেন। এর আগে তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর পুন: ভোট গণনার আবেদন করেন। হাইকোর্টে রিট পটিশনের শুনানি শেষে গত ৬/১২/২০২১ইং তারিখে প্রধান নির্বাচন কমিশনার বরাবর দায়ের করা আবেদনটি নিস্পতির আদেশ হয়। এবং ইহা নিস্পতির আগ পর্যন্ত ৯নং ক্ঠাইর ইউনিয়ন
পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ফলাফল স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। রিটের আইনজীবি ছিলেন এডভোকেট রুহুল কদ্দুছ কাজল ও সুজাদ মিয়া। উল্লেখ্য ২৮ নভেম্বর কাঠইর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিতব্য নির্বাচনে খেজুর প্রতিকে শামছুল ইসলাম ১৭৯২ ভোট ও লাঙ্গল প্রতিকে ফারুক মিয়া ১৭৩৯ ভোট পান।