স্টাফ রিপোর্টর:গত নির্বাচনে সিলেট সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হওয়া মোশতাক আহমেদ রউফ মোস্তফাকে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে নগরীর লিচু বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।আর্মড পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোশতাকের বিরুদ্ধে নগরীর কোতয়ালী থানায় দায়ের করা একটি মামলায় এক বছরের সশ্রম কারাদন্ড ছিলো। তাকে বর্তমানে সিলেট বিমানবন্দর থানায় হস্থান্তর করা হয়ছে। প্রসঙ্গত— গত বছরের ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা হরিণ প্রতীকে ২ হাজার ৯৫৯ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিলো।