স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর হক সুপার মার্কেটের স্বনামধন্য ব্যবসায়ী রাজমনি জুয়েলার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব খুরশেদ আলম এর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কমনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মার্কেটের সম্মুখে অনুষ্ঠিত হয়।
সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হাজী আয়াতুল ইসলাম খানের সভাপতিত্বে ব্যবসায়ী সুমন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলারী সমিতির সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান সওদাগর। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন— অনামিকা জুয়েলার্সের স্বত্বাধিকারী কয়ছর আহমেদ চৌধুরী, অপূর্ব জুয়েলার্সের আলহাজ্ব হেলাল উদ্দিন, ভেনাস জুয়েলার্সের স্বত্বাধিকারী গোবিন্দ রায়, পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট জামাতা এমদাদুল হক প্রমুখ। এ সময় হক সুপার মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হক সুপার মার্কেট মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়া আহমদ। এ সময় বক্তারা বলেন, হাজী খুরশেদ আলম ছিলেন একজন সৎ ন্যায় পরায়ন পরপোকারী ও আল্লাহওয়ালা ব্যবসায়ী। তিনি যে কোন মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসতেন। মহান আল্লাহ উনার দোয়া কবুল করেছেন বিধায় তার মৃত্যু পবিত্র মদিনা শরীফে হয়েছে এবং সাহাবীদের সাথে মদিনা শরীফের জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন করা হয়েছে। আমরা সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।