ছাতক প্রতিনিধি: সিলেট সুনামগঞ্জ মহাসড়কের মাহতাবপুর এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২। নিহতের নাম সিরাজুল ইসলাম। তিনি সুনামগঞ্জের বৃহৎ বেসরকারী সংগঠন ইরা’র নির্বাহী পরিচালক।
বুধবার দুপুরে বিশ্বনাথ থানাধীন মাহতাবপুর মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, সিলেট থেকে যাত্রীবাহী বাস সুনামগঞ্জ থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কারের ড্রাইভারসহ নিহতের কন্যাও আহত হন। প্রাইভেট কারটি দুমরে মুছড়ে পড়ে। স্থানীয়রা কার থেকে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে আছে।আহত মেয়ে ও কারের ড্রাইভারকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো সেলিম আহমদ।