হাওরাঞ্চলের কথা :: সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আগেই ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। বৃহস্পতিবার ৫ সিটির প্রার্থী চূড়ান্ত করে দলটি। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক, শিল্পপতি মো. নজরুল ইসলাম বাবুল।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয়ের মিলনায়তনে সাংগঠনিক সভা শেষে এ প্রার্থী ঘোষণা করা হয়।
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মনোনয়ন পেতে একাধিক নেতা তৎপরতা চালাচ্ছিলেন। গত সিসিক নির্বাচনে মেয়র পদে জাপার কেউ প্রার্থী না হলেও এবার অন্তত ৩ জন নেতা মাঠে সক্রিয় ছিলেন।
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল ছাড়া অন্য দুজন হলেন- বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী এবং যুক্তরাজ্য জাতীয় পার্টির সহসভাপতি আবদুস সামাদ।
নগরে পোস্টার, তোরণ, বিলবোর্ডেও মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দেন তারা। শেষ পর্যন্ত এই তিনজনের মধ্য থেকে বাবুলকেই বেছে নেয় দল।
ঈদের আগে নগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে শিল্পপতি নজরুল ইসলাম বাবুল বলেছিলেন, অতীতে সিলেট নগরের আশানুরূপ উন্নয়ন হয়নি। অপরিকল্পিতভাবে কাজ হয়েছে। ফলে নগরবাসীর দুর্ভোগ কমেনি। নগরের উন্নয়নের লক্ষ্যেই আমি প্রার্থী হতে আগ্রহী।
গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন সিটি নির্বাচনের তফশিল ঘোষণা করে। তফশিল অনুযায়ী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে অংশ নেবে কি-না এখনো নিশ্চিত নয়।