স্টাফ রিপোর্টার:
সাইনি স্টেপস ন্যাশনাল অ্যান্ড ব্রিটিশ কারিকুলাম বেইজড স্কুল’র উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার সকাল ১১টা থেকে দিনব্যাপী ‘শাইনি স্টেপস’ এর ইলেক্ট্রিক সাফ্লাই রোডের কলবাখানী জালালী—৬২ এ পিঠা উৎসব অনুষ্টিত হবে। পিঠা উৎসব অনুষ্ঠানে সিলেট বাসীকে সাদরে আমন্তন জানিয়েছেন বিদ্যালয়ের অধ্যক্ষ মেজর তারেক মুহাম্মদ ইউনুস (অব)।
বিদ্যালয়ের প্রভাষক বিলকিছ বেগম জানান, পিঠা উৎসব মানে আনন্দ। কচি শিক্ষার্থীদেরকে বাংলা ঐতিহ্য জানান দেয়ার জন্যই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আশা করছি সিলেট নগরীর সবাই অংশ গ্রহন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
বিদ্যালয়ের অধ্যক্ষ মেজর তারেক জানান, শীতের মৌসুমে সিলেটের গ্রামীন ঐতিহ্য পিঠা পুলি উৎসব। নতুন ধানের মৌ মৌ গন্ধে প্রতিটি ঘরে ঘরেই নানান জাতের পিঠা পুলির আয়োজন করা হয়ে থাকে। আর সেটার ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যালয়ের কচি ও কোমল মতি শিক্ষার্থীদের বাংলা ঐতিহ্য সম্পর্কে ধারনা দিতেই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সিলেট মহানগরীসহ আশপাশের সবাইকে পিঠা উৎসবে যোগদান করে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ দিতে অভিভাবকসহ সবাইকে অংশ গ্রহনের বিনীত অনুরোধ করা হয়েছে।