স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর আলমপুর থেকে ১০ জুয়াড়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে এসএমপি ডিবি পুলিশ| সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ—পুলিশ কমিশনার (ডিবি) মহোদেয়ের সার্বিক দিক—নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালি মডেল থানাধীন বেতেরবাজার আলমপুর রিক্সা গেরেজের ফাঁকা জায়গায় কতিপয় জুয়াড়িদের প্রকাশ্য স্থানে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করিয়া ১০ জুয়াড়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন ১। শাহান আলী(৩৭), পিতা—আব্দুল গফুর, সাং—বড়কাপন, থানা—ছাতক, জেলা—সুনামগঞ্জ, এ/পি লাল মিয়ার রিক্সার গ্যারেজ, কোতোয়ালি, ২। মাসুদ মিয়া (৪০), পিতা— মৃত আলহাজ, সাং— মোড়ারবন, জয়নগর বাজার, থানা—সুনামগঞ্জ সদর, জেলা—সুনামগঞ্জ. ৩। মোঃ সাগর আহমদ (২৩), পিতা—হাসন মিয়া, সাং—লেমেন্টেং কলোনী, শেখঘাট, থানা—কোতোয়ালি, জেলা—সিলেট, ৪। মোঃ নয়ন (২৭), পিতা—মৃত মুজিবুর রহমান, সাং—নজিরপুর, থানা— ধর্মপাশা, জেলা— সুনামগঞ্জ, বর্তমানে—মোস্তফা এ/পি কলোনী, খাসিটুলা, কোতোয়ালি, ৫। ওবায়দুল হোসেন (৪০), মোঃ আব্দুল আজিম, সাং—চক হরিদাসপুর, থানা—বিরামপুর, জেলা—দিনাজপুর, ৬। মোঃ মাস্টার মিয়া (৪৫), পিতা—কাসেম আলী, সাং—কামালপুর, থানা—মিঠামইন, জেলা—কিশোরগঞ্জ, বর্তমানে এ/পি মজুমদার পাড়া, খাসিটুলা, কোতোয়ালি, ৭। মোঃ শাহীন আহমদ (২৮), পিতা—মৃত তারা মিয়া, সাং—শুভেচ্ছা ১৮৩, শেখঘাট, থানা—কোতোয়ালি, জেলা—সিলেট, ৮। মোঃ আলম (৩৫) পিতা—মৃত আব্দুল হামিদ, সাং—শ্রীপুর, থানা— তাহিরপুর, জেলা—সুনামগঞ্জ, বর্তমানে—এ/পি কলাপাড়া, শেখঘাট, ফজলুল মিয়ার কলোনী, ৯। মোঃ সনজু মিয়া (৫৫), পিতা—মৃত আব্দুল জলিল, সাং—নিয়ামতপুর, থানা— কতিমগঞ্জ, জেলা—কিশোরগঞ্জ, বর্তমানে— মিজানুর রহমানের কলোনী, বেতের বাজার, কোতোয়ালি, ১০। মোঃ মোয়াজ্জেম হোসেন, পিতা— নুরুল ইসলাম, সাং— ধনপুর, জয়নগর, থানা—শান্তিগঞ্জ, জেলা—সুনামগঞ্জ বর্তমানে— এ/পি বাছির মিয়ার কলোনী, বেতের বাজার, কোতোয়ালি‘দেরকে গ্রেফতার করে এসএমপি কোতোয়ালি মডেল থানায় আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি, মিডিয়া, এসএমপি মোহাম্মদ সাইফুল ইসলাম।