স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের গণহত্যার প্রতিবাদে ৩ দিনের বড় কর্মসূচি পালন করছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। কেন্দ্রঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, গণমিছিল, অবস্থান কর্মসূচি এবং মিলাদ ও দোয়া।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম। বুধবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় রেজিস্ট্রি মাঠ থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে।
১৫ আগষ্ট বৃহস্পতিবার দিনব্যাপী বিএনপির উদ্যোগে নগরীসহ উপজেলা ও পৌর শহরের মোড়ে মোড়ে শক্তিশালী অবস্থান কর্মসূচি পালন করা হবে।
আর ১৬ আগষ্ট শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র—জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জেলা, উপজেলা—পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।