স্টাফ রিপোর্টার:
সিলেটের সাংবাদিকতার শতবর্ষের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪- ২০২৫ সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রেসক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইকরামুল কবির ইকু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট প্রেসক্লাব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১২টায় ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন; সহসভাপতি খালেদ আহমদ ও বাপ্পা ঘোষ চৌধুরী। সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ ও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শেখ আশরাফুল ইসলাম নাসির, আব্দুর রাজ্জাক ও সুনীল সিংহ।
এদিকে রাতেই সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এক অভিনন্দন বার্তায় মেয়র নবনির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরে সিলেট প্রেসক্লাব আরও বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন।