স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সিলেট পাবলিক প্রসিকিউটরদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর ও বিজ্ঞ আইনজীবীরা।
বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেট জজ কোর্ট প্রাঙ্গনে বিচারপ্রার্থী জনগনের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধন কালে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জিপি অ্যাড. রাজ উদ্দিন, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাড. নওসাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা পিপি অ্যাড. মো নিজাম উদ্দিন, সিলেট জেলা বারের সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, এডিশনাল পিপি অ্যাড. মো জসিম উদ্দিন, স্পেশাল পিপি অ্যাড. ফখরুল ইসলাম, এডিশনাল জিপি অ্যাড. হোসেন আহমদ, এডিশনাল পিপি অ্যাড. সৈয়দ শামীম আহমদ, এডিশনাল পিপি নাসির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এপিপি অ্যাড. মো আজমল আলী, এডিশনাল পিপি গোলাম রব্বানী তালুকদার, স্পেশাল এপিপি অ্যাড. ইশতিয়াক আহমদ চৌধুরী, এপিপি অ্যাড. আব্দুল মজিদ খান মানিক, এপিপি শাবানা ইসলাম, এপিপি অ্যাড. আবু সিদ্দিক, অ্যাড. রোকন মিয়া, অ্যাড. সারয়ার মাহমুদ, অ্যাড. রিজভী, অ্যাড. দেবব্রত চৌধুরী লিটন সহ জেলা বারের বিজ্ঞ আইনজীবীরা।
এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান , সাধারন মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারক ও আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। ন্যায় কুঞ্জ উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।