1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম

Reporter Name
  • আপডেট করা হয়েছে সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক ক্রাইম কনফারেন্সে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তার হাতে পুরস্কার তুলে দেন সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

জানা যায়, চলতি বছরের জুলাই মাসে অভিন্ন মানদন্ডের ভিত্তিতে উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামী গ্রেফতার সহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতিসরূপ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এর আগেও এ বছরের ফেব্রুয়ারী মাসের অভিন্ন মানদন্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার পেয়েছিলেন।

এদিকে সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়ে পুরস্কৃত হওয়ায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয়, আমার থানার সকল অফিসার ও ফোর্সের পরিশ্রমের ফসল। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।
উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে মো. রফিকুল ইসলাম যোগদান করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন