1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
হাওরাঞ্চলের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাই– আনিসুল হক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন -আনিসুল হক সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার সিলেট জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলার সাহেববাজার এলাকায় কবরস্থানের জমি উদ্ধার সিলেট-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরী! বিআইডব্লিউটি এর  অসৎ কর্মকর্তাদের যোগসাজসে সুনামগঞ্জে গভীর রাতে  ২৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে সিলেটে আর্ন্তজাতিক সিসা দুষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কদমতলী থেকে গ্রে প্তা র মালেক দুর্নীতি দূর করতে জবাবদিহির সংস্কৃতি চালু করা জরুরি: খন্দকার মুক্তাদির

সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত

Reporter Name
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের ৫ দিন আগে রবিবার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে সদস্যপদ পুনরায় যাচাই-বাছাই করে পুনঃ তফসিলের মাধ্যমে ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে (স্মারক নম্বর: ২৬.০০.০০০০.০০০. ১৫৬. ৩২. ০০০১. ৯২.২৭১; ২৬ অক্টোবর ২০২৫)। চিঠিতে নির্বাচন স্থগিতাদেশের কারণ স্পষ্টভাবে উল্লেখ করা না হলেও তাতে ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা জানান, “চিঠিতে বলা হয়েছে ভোটার তালিকা যাচাই-বাছাই করার কথা। মূলত তালিকায় কিছু সমস্যা নিয়ে কয়েকজন সদস্য অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের  প্রেক্ষিতে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে যে, তালিকা যাচাই-বাছাই শেষে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।”একটি সূত্র জানায়, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আমিরুজ্জামান দুলুর আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি ৩ পাতার একটি আবেদন জমা দিয়েছিলেন তিনি। যার প্রেক্ষিতে মন্ত্রণালয় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিলো।

অন্যদিকে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব গোলাম আক্তার ফারুক নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানান, “কি কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে তা আমরা এখনো বুঝে উঠতে পারছি না” এর আগে ১লা নভেম্বর ২০২৫ তারিখে সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে দুটি প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে ৪২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন