হাওরাঞ্চলের কথা :: সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপন করলো অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মঙ্গলবার “সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ” এর সুবিদ বাজার ক্যাম্পাস থেকে ‘বর্ণাঢ্য প্রভাত ফেরী’ অনুষ্ঠিত হয়। পরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী, রেক্টর সাবিহা চৌধুরী, ভাইস প্রিন্সিপাল মির্জা বশির আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক তাসনীম মোশাররাত চৌধুরী, মজুমদারী ক্যাম্পাস ইনচার্জ মুহাম্মদ ওয়ালীদ, সুবিদ বাজার ক্যাম্পপাসের প্রভাষক মুয়াজ আহমদ, প্রভাষক মঞ্জুশ্রী ব্যানার্জী, প্রাভাষক আকলিমা আক্তার, লিপি আক্তার, রিমা আক্তার, রাহাত বেগম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে- সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী এর সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মির্জা বশির আহমদের পরিচালনায় সকাল ১১টায় সুবিদ বাজার ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘আলোচনা সভা’য় বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের রেক্টর সাবিহা চৌধুরী, প্রভাষক মুয়াজ আহমদ, প্রভাষক লুৎফা আক্তার লিপা প্রমূখ।