স্টাফ রিপোর্টার:
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মদ ও ব্যাটারী চালিত রিক্সাসহ এক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইবাদুল্রাহর নেতৃত্বে ফোর্সসহ শহরের তালতলাস্থ বিটিসিএল’র সামনে পাকা রাস্তায় চেক করে এক মাদক কারবারী ও বিপুল পরিমাণ দেশীয় মদ ও পরিবহনকাজে নিয়োজিত ব্যাটারি চালিত রিক্সা আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর নাম রফিক মিয়া(২৪) । সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের মো: শাহেদ আলীর পুত্র। সে ব র্তমানে দক্ষিন সুরমাস্থ মুছারগাও গৗছ আলীর বাসায় ভাড়া থাকে। এ সময় পুলিশ ব্যাটারী চালিত নীল রংয়ের ১টি অটোরিক্সা ও ৬৪টি বোতল দেশীয় মদ আটক করে।
এসএমপি’র মিডিয়ার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রেস রিলিজ পাঠিয়েছেন। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে।