স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি)’র অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ তিন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। সিলেট এমএমপি (ডিবি) উপ—পুলিশ কমিশনারের সার্বিক দিক নির্দেশনায় মঙ্গলবার বিকালে মহানগর গোয়েন্দা বিভাগের টিম—০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন কাজীর বাজারস্থ শাহীন মিয়ার কলোনীর দক্ষিণ পাশের রুমের সামনে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা চালিয়ে মোঃ ময়না মিয়া (৩২), পিতা—মৃত মোঃ শাহজাহান মিয়া, মাতা—মোছা: শাহানা বেগম, সাং—খুলিয়াপাড়া, থানা—কোতোয়ালী, জেলা—সিলেট, মোঃ নুরুল হক (৩৮), পিতা—মৃতঃ মিয়াছন আলী, মাতা—মৃতঃ জহুরা বেগম, সাং—নলদীঘি, থানা—ফুলপুর, জেলা—ময়মনসিংহ, বর্তমান, দারিয়াপাড়া আহাদ মিয়ার বাসা (মেঘনা—বি—৫০) জয়নাল মিয়া (৩৪), পিতা—মৃত তৈয়ব আলী,মাতা—খোদেজা বেগম, সাং—৯১/শেখঘাট শুভেচ্ছা, ফখরুল মিয়ার বাসা, থানা—কোতোয়ালী, জেলা—সিলেট দেরকে গ্রেফতার করে এসএমপি দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং—১৭১/২০২৪, তাং—১৭/০৪/২০২৪ খ্রিঃ ধারা— সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ ধারা মূলে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি, মিডিয়া, এসএমপি এর মোহাম্মদ সাইফুল ইসলাম।