বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযার আয়োজন করতে চাচ্ছে সিলেট জামায়াত। বুধবার (১৬ আগস্ট) জোহরের নামাজের পর সিলেট আলিয়া মাদরাসা ময়দানে এই জানাযার আয়োজন করতে চায় দলটি।
তবে এ বিষয়ে পুলিশকে অবগত করা হয়নি বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম)।
তিনি মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এ বিষয়ে আমাদের অবগত করেনি জামায়াত। আর অবগত করলেও তাদের এমন আয়োজনের অনুমতি দেওয়া হবে না।
তবে মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর দাবি- তারা মহানগর পুলিশের এসবি শাখার উপ-কমিশনার এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে এ বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।