স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সিলেট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ ৫জন প্রার্থী নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেন।
স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ছাড়াও যাঁরা নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন তারা হলেন- জাকের পার্টির সিলেট-১ আসনের আব্দুল হান্নান, সিলেট ২ আসনের মো. ছায়েদ মিয়া, সিলেট-৪ আসনের আলী আকবর ও সিলেট ৫ আসনের তৃণমুল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার।
প্রার্থীতা প্রত্যাহার বিষয়ে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দলের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েই আমার মনোনয়ন প্রত্যাহার করেছি।