1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
ভারতে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা গ্রেপ্তার সর্ম্পকে উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করে বলেন ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে- বাশেঁর সাকো জীবন ঝু্ঁকি নিয়ে পারাপার শত শত শিক্ষার্থীসহ হাজারো মানুষের ১৫ বছরে রাজনৈতিক পরিচয়ে ৯০ হাজার পুলিশ নিয়োগ: ডিএমপি কমিশনার ভারতে ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি ভারতে আ’লীগের অ্যাড.নাসির সহ ৪ নেতা গ্রেফতার সুরমা বাইপাস থেকে চোরাই চিনিসহ আটক ২ সিলেটে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ সুনামগঞ্জের যৌথবাহিনীর অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৩ ধর্মপাশায় ছাত্রলীগে ১৮ জনের নামে পুলিশ বাদি হয়ে মামলা, গ্রেপ্তার ১ জন ধর্মপাশায় গাবী গ্রামে মারামারী করে আহত ২ নিহত -১ জন ও গ্রেপ্তার ৪ জন

সিলেটে বাস চাপায় ৬ পুলিশ সদস্যকে আহত হওয়ার ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার

Reporter Name
  • আপডেট করা হয়েছে শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সিলেটে বাসচাপায় উপ—পুলিশ কমিশনার(উত্তর) আজবাহার আলীসহ ৬জন পুলিশ সদস্য আহতদের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামীদের গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গেল ১৫ ফেব্রুয়ারী ভোর রাতে জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্টস্থ বাইপাস রোডের উত্তর পার্শ্বে যাত্রী ছাউনীর সামনে সিলেট—সুনামগঞ্জ সড়কের উপর উপ—পুলিশ কমিশনার (উত্তর)সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনার সময়  সিলেটের সরকারী পিকআপ ঢাকা—মেট্রো ঠ—১৪—২৮২১ এর পিছন দিক থেকে সুনামগঞ্জের ছাতক হইতে কুমিল্লাগামী (রিয়েল কোচ) ঢাকা—মেট্রো ব—১৫—৮৬০২ একটি বাস সজোরে ধাক্কা দিলে পুলিশ পিকআপের পার্শ্বে দাঁড়ানো মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ—পুলিশ কমিশনার (উত্তর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), সাদেক কাউছার দস্তগীর, অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার (উত্তর— অপরাধ), মোঃ জহিরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানা, মোঃ নুনু মিয়া, অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা, এসএমপি,সিলেট সহ সঙ্গীয় এএসআই (নিরস্ত্র)/৪৪৪ মোঃ রেজাউল করিম, জালালাবাদ থানা ও ড্রাইভার নায়েক/৫৪৭ হাবীবকে গুরুতর জখমপ্রাপ্ত করেন। আহত পুলিশ সদস্যরা আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জালালাবাদ থানার মামলা নং—০৭, তারিখ—১৫/০২/২০২৪খ্রিঃ, ধারা—২০১৮ সনের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ রুজু করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু খালেদ মামুন কর্তৃক  মামলার এজাহারনামীয় ১নং আসামী বাসের ড্রাইভার বাবুল চন্দ্র দেব (৪৯), পিতা—মৃত কান্তি চন্দ্র  দেব, সাং—পৈরতলা, থানা—সদর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া, কে গত ১৫ ফেব্রুয়ারী হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানাধীন এলাকা হতে গ্রেফতার করা হয় এবং এজাহারনামীয় ২নং আসামী বাসের সুপার ভাইজার মোঃ জয়নাল খান (৪০) পিতা—মৃত নেয়ামত খান, সাং— ইসলামপুর, থানা—কোতয়ালী মডেল, জেলা—কুমিল্লাকে গত ১৬ ফেব্রুয়ারী  র‌্যাব —১১ সিপিসি—২ কুমিল্লা এর সহায়তা গ্রেফতার করা হয় এবং এজাহারনামীয় ৩নং আসামী মোঃ এরশাদ হোসেন (৪২) পিতা— রফিকুল ইসলাম, মাতা— ফরিজা বেগম, সাং—রামপুর, থানা—বুড়িচং,জেলা—কুমিল্লাকে ঘটনার সময় অর্থাৎ ১৫ ফেব্রুয়ারী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  আসামি বাবুল চন্দ্র দেব ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া উইং মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন