সিলেটে অভিনব কায়দায় অবৈধ পথে আসা একটি ট্রাক থেকে ৩০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়ছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শাহপরান থানার পীরের বাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বালুভর্তি ট্রাক থেকে ৩০০ বস্তা চিনি জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ ঘটনায় আটককৃতরা হলেন— সিলেটের জৈন্তাপুরের হরিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান আহমদ(২৫), রাজশাহীর পবা দারুসা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে ও ট্রাক চালক রতন আলী (৩২) ও ট্রাক চালকের সহকারী দালালপাড়া এলাকার মো.জসিম উদ্দিনের ছেলে মো.আলী হোসেন (২০)।
এব্যাপারে বলেন, ছাত্র জনতা ও সাংবাদিক কর্তৃক ভারতীয় চোরাই চিনি সন্দেহে একটি ট্রাক আটক করা হয়। পরে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকে বালুর নিচে ত্রিপল দিয়ে মুড়িয়ে বালু সরিয়ে ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বর্তমান বাজারমূল্য ১৭ লাখ ৬৪ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (র.) থানায় মামলা দায়ের করা হয়েছে ও বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।