হাওরাঞ্চল ডেস্ক: সিলেটের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সতর্কবার্তায় দেশের আরও ১০ অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে সংস্থাটি। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান।
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ—পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫—৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, সিলেট আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন ২৪ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৩৭.৭ মিলিমিটার।
এছাড়া সিলেটে বৃষ্টিপাত এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারাসহ বেশ কয়েকটি নদীর পানি বাড়ছে। ভারত থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকলে সিলেটে চতুর্থ দফা বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই গত বন্যা পরিস্থিতিতে যাদের বাড়ি ঘরে পানি উঠেছিল তারা আবারও বন্যা আতঙ্কে আছেন।