স্টাফ রিপোর্টার:
সিলেট তামাবিল সড়কে পাথরবাহী ট্রাকের ভিতরে ২৪৫ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে শাহপরান থানা পুলিশ। শুক্রবার ভোরে সিলেট তামাবিল সড়কের শাহপরান থানাধীন সুরমা গেইট বাইপাস থেকে পাথর বোঝাই ট্রাকের ভিতরে ২৪৫ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানার অফিসার ইনচার্জ মো: হারুনুর রশিদ চৌধুরীর নির্দেশনায় এসআই খালিকুর রহমানের নেতৃত্বে রাত্রিকালীন সিয়েরা-৬১ ডিউটি করাকালীন সময়ে সিয়েরা-৬৬ ডিউটিতে নিয়োজিত পার্টির মাধ্যমে গোপন সংবাদ পান যে, সীমান্ত এলাকা থেকে কতিপয় ব্যক্তি টাকের ভিতরে পাথর ও পাথরের ভিতরে ভারতীয় চিনি’র বস্তা নিয়ে সিলেট শহরে প্রবেশ করতেছে। উক্ত সংবাদ পেয়ে রাত্রিকালীন সিয়েরা-৬৬ ডিউটিতে নিয়োজিত ডিউটি পার্টি শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট বাইপাস পয়েন্টে ১টি হলুদ রঙের ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে ট্রাকটি সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে সিলেট শহরের দিকে যেতে থাকে এবং এ সময় এসআই(নিঃ) মোঃ খালিকুর রহমান এর সঙ্গীয় ফোর্সসহ ভোর অনুমান ০৫.৪০ ঘটিকার সময় শাহপরাণ (রহঃ) থানাধীন শিবগঞ্জ হাতিমবাগস্থ সৈয়দ হাতিম আলী মাজার এর সামনে তামাবিল টু সিলেটগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাসী শুরু করেন। চেকপোষ্ট করাকালে ভোর অনুমান ০৬.০০ ঘটিকায় সিলেট শহরের দিকে আসা একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি থামলে ট্রাকসহ এর ভিতর থাকা ১ জন ব্যক্তিকে আটক করা হয়। তখন রাত্রিকালীন সিয়েরা-৬৬ ডিউটিতে নিয়োজিত ডিউটি পার্টিও ঘটনাস্থলে উপস্থিত হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার নাম ঠিকানা জানায় এবং তার নাম মোঃ রাসেল আহমেদ (৩২), পিতা-মোঃ আবুল আমিন, মাতা-মোছাঃ শাহিদা বেগম, সাং-ঠাকুরের মাটি, মধ্যাংশ, পোঃ চিকনাগুল, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট প্রকাশ করেন ও সুরমা গেইট বাইপাস এলাকায় সিয়েরা-৬৬ ডিউটি পাটির্র সিগন্যাল অমান্য করে পালানোর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে একেক সময় একেক ধরনের কথা বলায় সন্দেহ হলে আটককৃত ব্যক্তির শরীর ও ট্রাক গাড়টি তল্লাশী করা হলে আটককৃত মোঃ রাসেল আহমেদ ট্রাকটিতে পাথরের নিচে ভারতীয় চিনি আছে বলে জানালেও ভারতীয় চিনি সংক্রান্তে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। তখন এসআই(নিঃ) মোঃ খালিকুর রহমান আটককৃত মোঃ রাসেল আহমেদ এর দখল ও হেফাজতে থাকা ১ টি হলুদ রঙের ড্রাম ট্রাক যার রেজিঃ নং-সিলেট মেট্রো-ট-১১-০২৮৮ এর ভিতরে ৩/৪ সাইজের পাথর (স্তর অনুমান ৩ ইঞ্চি) নিচে ত্রিপল দিয়ে মোড়ানো ভারতীয় ২৪৫ (দুইশত পয়তাল্লিশ) বস্তা চিনি, প্রত্যেকটি বস্তার গায়ে ইংরেজীতে GAURI PREMIUM FINE GRAIN QUALITY SUGAR PRODUCT OF INDIA লেখা সহ অন্যান্য লেখা আছে, প্রতি বস্তায় অনুমান ৪৯ (উনপঞ্চাশ) কেজি করে (৪৯দ্ধ২৪৫)=১২,০০৫/- (বারো হাজার পাঁচ) কেজি ভারতীয় চিনি, প্রতি কেজি চিনির বর্তমান বাজার মূল্য অনুমান ১২০.০০ টাকা করে সর্বমোট মূল্য (১২,০০৫দ্ধ১২০)= ১৪,৪০,৬০০/-(চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার ছয়শত) টাকা উদ্ধার পূর্বক ২১/০৬/২০২৪খ্রিঃ তারিখ সকাল ০৯.০৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত মোঃ রাসেল আহমেদ (৩৫) এর বিরুদ্ধে এসএমপি এর শাহপরাণ (রহ.) থানার মামলা নং-২২, তাং ২১/০৬/২০২৪খ্রিঃ, The Special Power Act, 1974 Gi ki এর 25B(1)(b) রুজু করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ ব্যাপারে শাহপরান থানার অফিসার ইনচার্জ মো: হারুনুর রশিদ চৌধুরী জানান, চোরাচালান বন্ধে পুলিশ কাজ করছে। কোনভাবেই চোরাচালানী পণ্য সিলেট শহরে প্রবেশ করতে দেয়া হবে না।