স্টাফ রিপোর্টার :: সারাদেশের সাথে পাল্লা দিয়ে সিলেটেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মওসুমে সিলেটে ডেঙ্গুরোগীর সংখ্যা ৮’শ ছুই ছুই। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন আরো ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ১৪ জন। এ নিয়ে বিভাগে চলতি মওসুমে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৯৪ জন। এরমধ্যে শুধু আগস্ট মাসের ১৯ দিনে আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪ জনের মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ১ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ৩ জন রয়েছেন। চলতি মওসুমে এখন পর্যন্ত ৭৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হলেও ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৭২৪ জন। তবে আশার দিক হচ্ছে সিলেটে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। শনিবার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধিন রয়েছেন।
জানা গেছে, চলতি মওসুমে জানুয়ারীতে সিলেটে ৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়। পরবর্তীতে এপ্রিলে ১ জন, মে মাসে ১ জন শনাক্ত হন। অর্থাৎ মওসুমের ১ম ৫ মাসে জানুয়ারী-মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হন ৫ জন। এরপর জুনে ৫৯ জন ও জুলাই মাসে আক্রান্ত হন ৩৮২ জন। চলতি আগস্টের ১৯ দিনে (শনিবার পর্যন্ত) আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। সিলেটে আগস্টে গড়ে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন ১৯ জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন।
এদিকে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশন। গত সপ্তাহ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে পুরো জেলাব্যাপী সকল উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা ও পৌর এলাকায় সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে।
এব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, সিলেটে ডেঙ্গুরোগী বাড়ার বিষয়টি উদ্বেগজনক। ডেঙ্গুর কমিউনিটি ট্রান্সমিশন ঠেকাতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হতে হবে। বাসা-বাড়ীর আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। এডিস মশা নির্মূলে প্রতিদিনই নগরজুড়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এডিস মশার লার্ভা পাওয়া স্থানের মালিককে করা হচ্ছে জরিমানা। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।