স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩,১৫,৮৪০/— (তিন লক্ষ পনের হাজার আটশত চল্লিশ) টাকার ভারতীয় পন্য চিনি, ১টি ডিআইপিকাআপ গাড়িসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে। সোমবার ভোরে মহানগর গোয়েন্দা বিভাগের টিম—১ এসএমপি শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেইট সাকিনস্থ সিলেট তামাবিল বাইপাস রাস্তার মুখে এসআরটি এন্টারপ্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আলী আহমদ @ শহীদ (১৯) , সারেয়ার আহমদ (২০) দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদের হেফাজত থেকে বিপুল পরিমাণ চিনি জাতীয় ভারতীয় পণ্য জব্দ করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। সহকারি পুলিশ কমিশনার তপন সরকার নির্দেশনায় পুলিশ পরিদর্শক ফজলুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/ জয়ন্ত কুমার দে এবং সঙ্গীয় ফোর্সরা অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে পুলিশ কমিশনার তপন সরকার বিপুল পরিমান চিনিসহ চোরাকারবারীদের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, কোন ধরনের চোরাচালাণী পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পারবে না। তাদের বিরুদ্ধে অভিযোগ অব্যাহত থাকবেন।