স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়ারীকে জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার বিকালে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট এলুমিনিয়াম গার্ডেন নামক দোকানের সামনে রাস্থার পাশে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত জুয়ারীদের মধ্যে ১। মোঃ দেলোয়ার(৩০), পিতা—মৃত আব্দুল জলিল, সাং—বালিকান্দি,থানা—সদর,জেলা—সুনামগঞ্জ, বর্তমানে—মুকিত মিয়ার কলোনী সোবহানীঘাট, থানা— কোতোয়ালী, জেলা—সিলেট, ২। জুলহাস (৪৫), পিতা—জামার মিয়া, সাং—রতনচিরি, থানা—তাহিরপুর, জেলা—সুনামগঞ্জ,বর্তমানে—সাদ্দাম এর বাসা, থানা—শাহপরাণ(রহঃ), জেলা—সিলেট, ৩।শফিকুল ইসলাম(৫০), পিতা— মৃত ইদ্রিস মোল্লা, সাং—দাশপাড়া, (মানিক হাজীর বাসা), থানা—শাহপরাণ(রহঃ), জেলা—সিলেট, ৪।হারুনুর রশিদ(৩৩), পিতা—আজমল আহমদ, সাং—কালাছড়া ভুঁইয়ামুড়া, থানা— জকিগঞ্জ, জেলা—সিলেট, বর্তমানে—লোহার পাড়া, থানা— কোতোয়ালী, জেলা—সিলেট, ৫। নুর মিয়া(৪৪), পিতা—আইযুব আলী, সাং—বনগাঁও, থানা—কমলগঞ্জ, জেলা— মৌলভীবাজার, বর্তমানে—সৈয়দপুর সিহাব মিয়ার কলোণী, থানা—শাহপরাণ(রহঃ), জেলা—সিলেট, ৬।মুকিত(৩০), পিতা—আব্দুল নুর, সাং—আলকাঠ, থানা—জাকিগঞ্জ, জেলা— সিলেট, বর্তমানে—নিজাম মিয়ার কলোনী ইসলামপুর, থানা— শাহপরাণ(রহঃ). জেলা—সিলেট, ৭। সুকিত বাউরী, পিতা—বচন বাউরী, সাং—খাদিমনগর, থানা—শাহপরাণ (রহঃ), জেলা —সিলেট দের গ্রেফতার করে এসএমপি কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনপূর্বক আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া এডিসি মো: সাইফুল ইসলাম।