1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
শাল্লায় আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা তাহিরপুর ভারতের কয়লা গুহায় কাজ করতে গিয়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু তিলকে তাল করে সংবাদ পরিবেশনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ  ধর্মপাশায় অপরেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা তারেক গ্রেপ্তার ধর্মপাশায় বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে সচিব- আশেকুল হক সুনামগঞ্জে ধোপাজান নদীতে অবৈধভাবে চলছে বালু উত্তোলন সিলেটের মেট্রোপলিটন এলাকায় ডেভিল হান্টের অভিযানে ৯জন গ্রেফতার সিলেটে নারীর অশ্লীল ও বিকৃত ছবি তৈরীসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একজনকে আটক ধর্মপাশার খুনের মামলার ২ আসামি সিলেট থেকে গ্রেপ্তার সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ১৩৭ বস্তা ভারতীয় চিনিসহ একজন গ্রেফতার

সিলেটে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ প্রতিপাদ্যে সিলেটে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।  বৃহস্পতিবার ২৪ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) কানিজ মওলা প্রধান অতিথি হিসেবে সিলেটে অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪’ এর উদ্বোধন করেন।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. নূর-এ-আলম প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউনিসেফ সিলেটের চিফ অফ ফিল্ড অফিস কাজী দিল আফরোজা ইসলাম।

সভায় বক্তাগণ স্কুল ও স্কুল কার্যক্রমের বাইরের সকল পর্যায়ের কিশোরীদের এইচপিভি টিকা প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ টিকাদান কর্মসূচি সফল করতে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।

স্কুল পর্যায়ে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা বিনামূল্যে পাবেন এ টিকা। এক ডোজের এইচপিভি টিকাদানের এ ক্যাম্পেইন চলবে ১৮ দিন। সিলেট বিভাগে এইচপিভি ক্যাম্পেইনে ৫ লাখ ৫৩ হাজার ২২১জন কিশোরীকে বিনামূল্যে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৩০ হাজার ৭৩৮, সিলেট জেলায় ১৮১ হাজার ৪৯৮, হবিগঞ্জে ১ লাখ ১৮ হাজার ৯৯৬, মৌলভীবাজার জেলায় ১ লাখ ৩ হাজার ৪৩১ ও সুনামগঞ্জ জেলায় ১ লাখ ২৬ হাজার ৫৯১ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন