আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করছে সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১টার দিকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে সিলেটের জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অবস্থান নিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া বিচারকেরা দুর্নীতিবাজ। বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। তাদের মাধ্যমে বিচারপ্রার্থীরা কখনোই ন্যায় বিচার পায়নি। ছাত্র জনতা আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটালেও আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া বিচারকরা আবার মাথাছারা দিয়ে উঠেছে। তারা দলকানা বিচারক। তাদেরকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানান বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।