স্টাফ রিপোর্টার:
গেল কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ী ঢলের পানিতে সিলেট সুনামগঞ্জ জেলায় বন্যা দেখা দিয়েছে। ১০ লাখ মানুষ পানি বন্দি অবস্থায় আছে। বন্যার পানিতে ভেসে গেছে মানুষের ঘরবাড়ী, গরু মহিষ ও খাদ্য সামগ্রীসহ সবকিছু। বন্যার্তদের দেখতে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সিলেট পরিদর্শনে এসেছেন।
সিলেট নগরকে আগাম বন্যার কবল থেকে রক্ষা করতে দ্রততম সময়ের মধ্যে সুরমা নদী ড্রেজিং করা হবে। নদীতে পলিমাটি থাকার ফলে এর আগেও ড্রেজিং কাজ ব্যহত হয়েছিল। উজান থেকে আসা পানির বিভিন্ন পলিমাটিও আসে সে পলিমাটি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। প্রকৌশলীদের সাথে আলাপ করেছি সারা দেশে ৯টি ড্রেজিং ষ্টেশন চালু করা হবে। বন্যার্থ মানুষের জন্য প্রধানমন্ত্রী উদ্ধিগ্ন।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সিলেট নগরীর ৩৯নং ওয়ার্ডের টুকেরবাজার এলাকার শাদীখাল পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিকে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও বিনামুলে চিকিৎসা সেবা প্রদান অব্যহত রেখেছে।