1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
নির্বাচন যত দেরী হবে দেশ তত পিছিয়ে যাবে- সিলেটে মির্জা ফখরুল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণে নির্বাচন কমিশনের দৃশ্যমান কর্মতৎপরতা চাই- জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজির মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভোক্ত দুইজন আসামি গ্রেপ্তার মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় কাপড়সহ একজন গ্রেপ্তার অস্ত্র-বিস্ফোরক ও সাইবার মামলার আসামী প্রতারক মামুনকে গ্রেফতারে মরিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেটে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সিলেটে ভুয়া ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যবসায়ী ও সাংবাদিক কাওছার জামিনে মুক্ত : তদন্ত কমিটি গঠিত বিএন পি আগামী নির্বাচনে বিজয়ী হলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে- আমির খসরু সিলেটে ভূয়া ওয়ারেন্ট দেখিয়ে ব্যবসায়ীকে গ্রেফতারে চাঞ্চল্যের সৃষ্টি

সিলেটের চাঞ্চল্যকর নিশা হত্যার মুল আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name
  • আপডেট করা হয়েছে বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগরীর চালিবন্দর টু মেন্দিবাগ রোডে জামিল এসি কর্নারের সামনের রাস্তায় পুর্বশত্রুুতার জেরে চাঞ্চল্যকর নিশা খুনের ঘটনায় মুল আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

ঘটনার ২৯ ঘন্টার মধ্যে ঘটনার রহস্যসহ খুনের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা যায়, গত ৩রা মেয় বিকালে কোতোয়ালী মডেল থানাধীন চালিবন্দর টু মেন্দিবাগ রোডস্থ জামিল এসি কর্ণার এন্ড অটো ইলেকট্রিক নামীয় দোকানের সামনে রাস্তার উপর পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম মোহাম্মদ আলী @ নিশা (১৭) এর পথরোধ করে ফরহাদ মিয়া (২০) সহ অপরাপর দূষ্কৃতিকারীগণ এলোপাথারি মারপিট এবং ধারালো চাকু দ্বারা গুরুতর রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতঃপর উপস্থিত লোকজন  ভিকটিম মোহাম্মদ আলী @ নিশা (১৭)’কে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিম মোহাম্মদ আলী @ নিশা (১৭) এর মাতা সফিনা খাতুন (৪২) বাদী হয়ে ঘাতক ১। ফরহাদ মিয়া (২০) সহ আরো ১০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং—০৩, তারিখ—০৪/০৫/২০২৪খ্রিঃ ধারা—১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/ ৩০২/৩৪ পেনাল কোড রুজু করতঃ মামলার তদন্তভার এসআই(নিঃ) কাজী রিপন সরকার এর উপর অর্পন করা হয়।

পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের  দিকনির্দেশনায় ও উপ—পুলিশ কমিশনার (উত্তর)  তত্ত্বাবধানে এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন শিপনের নেতৃত্বে  টিম কোতোয়ালী  থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা চালিয়ে মূল হোতা ১। ফরহাদ মিয়া (২০) সহ ২। নূরনবী @ নুনু (১৯), ৩। সাকিব আহমদ (১৯), ৪। রাহিম আহমদ (১৯)দেরকে ৪ মেয় রাত পৌনে বারটার দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন দত্তগ্রাম এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। অতঃপর ঘাতক ফরহাদ মিয়া (২০) এর দেয়া তথ্য অনুযায়ী ৫ মে  ১টা ২০ মিনিটের সময় কোতোয়ালী মডেল থানাধীন চালিবন্দরস্থ ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুজন এর গ্যারেজের পিছনে ময়লা ফেলার স্থান হতে ঘাতক ফরহাদ (২০) এর সনাক্ত মতে ঘটনায় ব্যবহৃত ১টি ধারালো চাকু উদ্ধার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন— ১। ফরহাদ মিয়া (২০) পিতা— চাঁন মিয়া, মাতা— মিনার বেগম, সাং— জামলাবাজ, থানা— দক্ষিণ সুনামগঞ্জ, জেলা— সুনামগঞ্জ, বর্তমানে— ছড়ারপাড়, জালাল মিয়ার কলোনী, থানা— কোতোয়ালী, জেলা— সিলেট। ২। নূরনবী @ নুনু (১৯) পিতা— নজরুল ইসলাম, মাতা— আছমিনা বেগম, সাং— মজলিশপুর, থানা— বাজিতপুর, জেলা— কিশোরগঞ্জ, বর্তমানে— ছড়ারপাড়, মসজিদের গলি, থানা— কোতোয়ালী, জেলা— সিলেট। ৩। সাকিব আহমদ (১৯) পিতা— জাকারিয়া মিয়া, মাতা— রোজিনা বেগম, সাং— বগি, থানা— বানিয়াচং, জেলা— হবিগঞ্জ, বর্তমানে— ছড়ারপাড়, মসজিদের গলি, থানা— কোতোয়ালী, জেলা— সিলেট। ৪। রাহিম আহমদ (১৯) পিতা— নুর জামাল মিয়া, মাতা— আছমা বেগম, সাং— নোয়াহাটা, থানা— বাজিতপুর, জেলা— কিশোরগঞ্জ, বর্তমানে—ছড়ারপাড়, নাসিম মিয়ার কলোনী, থানা—কোতোয়ালী, জেলা— সিলেট।

আসামী আটকের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া সেলের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন