স্টাফ রিপোর্টার: সিলেটের চাঞ্চল্যকর দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর অমিত হত্যায় জড়িত একজন আসামী গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্র জানায়, এসএমপি সিলেট এর উপ—পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক এয়ারপোর্ট থানার মামলা নং—২৬, তাং—২৭/০৪/২০২৪খ্রিঃ, ধারা—৩০২/৩৪ পেনাল কোড এর মামলায় তদন্তে প্রাপ্ত মামলার ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ আসামী ১. ফয়সল আহমদ (৩২), পিতা—মৃত আঃ মুকিত, সাং—শাহী ঈদগাহ, বাসা নং—৪৮, হাজারীবাগ, থানা—এয়ারপোর্ট, জেলা—সিলেটকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ও সাক্ষ্য প্রমাণে প্রকাশ পায় যে, ধৃত আসামী ফয়সল আহমদ তার সঙ্গীয় অজ্ঞাতনামা আরো কয়েকজন আসামীসহ ভিকটিম অমিত দাস শিবুকে ঘটনার সময় গত ২৫ এপ্রিল ২০২৪খ্রিঃ রাত অনুমান ২১.৩০ ঘটিকা হইতে ২২.৩০ ঘটিকার মধ্যে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারে এবং আসামীদের একজন ভিকটিমের ব্যবহৃত হেলমেট দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপুরী আঘাত করে। মারপিটের এক পর্যায়ে ভিকটিম অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। আসামীগন ভিকটিমের মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। ধৃত আসামী ফয়সল একজন দুধর্ষ সন্ত্রাসী, তাহার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতিসহ অনেক অভিযোগে কোতোয়ালি থানায় ৪টি এবং এয়ারপোর্ট থানায় ১টি মামলা রয়েছে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের পূর্ণাঙ্গ রহস্য উদঘাটন করা সম্ভব বলে পুলিশের অভিমত। আসামী ফয়সলকে ৭ দিনের পুলিশী রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন এসএমপি মিডিয়ার এডিসি মো: সাইফুল ইসলাম। আসামী ফয়সলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার তথ্য। ১। কোতোয়ালী থানার মামলা নং—২৯, তাং—২২/০৪/২০১৬খ্রিঃ, ধারা—৩৯৫/৩৯৭ পেনাল কোড, ২। কোতোয়ালী থানার মামলা নং—২৭, তাং—০৯/০৮/২০১৫খ্রিঃ, ধারা—১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/ ৩৮০/৪২৭/৩৪ পেনাল কোড, ৩। কোতোয়ালী থানার মামলা নং—০৭, তাং—০৯/০৮/২০১৫খ্রিঃ, ধারা—১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/ ৩৮০/৪২৭/৩৪ পেনাল কোড, ৪। কোতোয়ালী থানার মামলা নং—১৫, তাং—১০/০১/২০২০খ্রিঃ, ধারা—আইন—শৃঙ্খলা দ্রুত বিচার আইনের ৪/৫ ৫। এয়ারপোর্ট থানার মামলা নং—১৩, তাং—১৭/০২/২০১৯খ্রিঃ, ধারা—৩৭৯ পেনাল কোড।