স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর উদ্যোগে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাবেক ও বর্তমান নেতাকর্মীদের আয়োজনে উদযাপন হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় শহরের রিভারভিউয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন করেন তারা। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিন স্বাগত বক্তব্য রাখেন। ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। একই সময়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. চান মিয়া, বর্তমান সভাপতি এড নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি শাহ আবু তারেক , সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নবনী কান্তি দাস, সাবেক ছাত্রলীগ নেতা অজয় তালুকদার , সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি বিজন কুমার পাল , সাবেক সহ সভাপতি নিখিল তালুকদার , নারায়ণ চক্রবর্তী , আবু শিহাব শিরু, সত্যজিৎ চৌধুরী , সজল কান্তি দেব, স্বরোজ কান্তি চক্রবর্তী , সনদ কুমার আচার্য ,সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মনিষ কান্তি দে মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ সভাপতি ঝন্টু তালুকদার , সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সুনামগঞ্জ জেলা যুবলীগ এর সাবেক সদস্য এড পঙ্কজ তালুকদার , তুফায়েল আহমেদ রনি, পৌর যুবলীগ এর সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন নাহিদ, জেলা শ্রমিকলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী , জেলা যুবলীগ নেতা গোলাম দবির, শাহীন আহমেদ , শুভ বনিক , জেলা ছাত্রলীগ এর সাবেক নেতা তানজিলুর রহমান , আব্দুল কাদির শাওন, সুমিত পুরকায়স্থ রাহুল প্রমুখ।