স্টাফ রিপোর্টার: সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব।
শুক্রবার ক্লাবের সভাপতি, সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার মো: ফাহাদ আহমেদ এক শোকবার্তায় জানান- সিলেট অনলাইন প্রেসক্লাব অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান। উক্ত ক্লাব প্রতিষ্ঠায় যে কয়জন অগ্রণী ভূমিকা রেখেছিলেন তার মধ্যে মকসুদ আহমদ মকসুদ একজন।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বিবৃতিতে নেতৃবৃন্দ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মকসুদ আহমদ মকসুদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।