1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা উন্নয়ন পরিষদ ইউকে শাখার সভা অনুষ্ঠিত হয়েছে  আ.লীগকে ভারত অবৈধভাবে ক্ষমতায় রেখেছিলো: হাসিব শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জন আটক ছাতকের কালারুকা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের তথ্য চেয়ে ইউপি সদস্যদের আবেদন ‘সরকারি কর্মচারীদের বেতন বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়’ শিক্ষার্থী রাকিবের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন সিলেটে বালুর নিচে লুকানো ভারতীয় ৩০০ বস্তা চিনি জব্দ আটক—৩ শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. খায়রুল ইসলাম শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. খায়রুল ইসলাম জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন

সরকার সংখ্যালঘুদের প্রতি সংবেদনশীল-শাল্লায় আইজিপি

Reporter Name
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

শাল্লা, সুনামগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন সংখ্যালঘুদের সুরক্ষায় পুলিশ প্রশাসন সব সময় কঠোর ভূমিকায় থাকবে। এই সরকার সংখ্যালঘুদের প্রতি সংবেদনশীল। যখনই সংখ্যালঘুদের উপর কোনো নেতিবাচক ঘটনা পরিলক্ষিত হবে, সাথে সাথে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। অনেক সময় দেখা যায় দুষ্কৃতকারীরা রাতের বেলায় ঘটনা সংঘটিত করে পালিয়ে যায়। তাদের অনেক সময় আমরা ধরতে পারি, অনেক সময় ধরা সম্ভব হয় না। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অনুরোধ করব কোনো দুষ্কৃতকারী যদি অপকর্ম করতে আসে তাদের আপনারা ধরে ফেলবেন। যদি তা সম্ভব না হয় তাহলে আপনারা তাদের চিহ্নত করে রাখুন। আমরা দুষ্কৃতকারীদের পাকড়াও করব। সংখ্যালঘুদের নিরাপত্তায়, কিংবা তাদের অধিকার রক্ষায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিটকে নিদের্শনা দেয়া আছে, যেখানে যে পদক্ষেপ নেয়া দরকার সেখানে সেটাই নেয়া হবে। সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে পুলিশ প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে বলে ভোরের কাগজকে জানান আইজিপি।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন দেশের সর্বক্ষেত্রই উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ছোঁয়া শাল্লায় (ঘুঙ্গিয়ারগাঁও) এ লেগেছে, থানায়ও লেগেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আইজিপি আরও বলেন ৯৫ ভাগ মামলাই এখন তথ্য ও প্রযুক্তি মাধ্যমে হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দশে বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। অতীতে যেভাবে জঙ্গিবাদ বাংলাদেশে মাথাঝাড়া দিয়ে উঠেছিল, সবার সহযোগিতায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি, সে নীতিতে কাজ করে বাংলাদেশকে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি। যার ফলে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করছে। সামগ্রিকভাবে দেশের অর্থ নৈতিক উন্নয়ন হচ্ছে। দ্বাদশ নির্বাচনের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন শত বছরের ঐতিহ্যবাহী পুরনো প্রতিষ্ঠানে আমরা দীর্ঘদিন যাবত নির্বাচন নিয়ে কাজ করছি। এবিষয়ে প্রশাসন ওয়াকিবহাল। আগামীদিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের পুলিশ বাহিনী।

নিজ জন্মস্থানে এসেই আইজিপি বলেন এখানের আলো বাতাসে আমি বড় হয়েছি। এখানের পুকুরে গোসল করেছি। গ্রামের কাদামাটির গন্ধ আমার গায়ে গেলে আছে। এই এলাকায় আসলেই মনে হয় নিজের মায়ের কোলে এসেছি। শুক্রবার (২৪ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১০টায় শাল্লা থানায় নবনির্মিত ৪র্থ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টমেন্ট ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি। বেলা ১১টায় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আইজিপি। দুপুর ১২টায় জন্মভূমি শাল্লা ইউপির শ্রীহাইল গ্রামের নিজ বাড়িতে যান চৌধুরী মামুন। বিকেলে ঢাকা পৌঁছবেন তিনি। এরপূর্বে সকাল ১০টায় হেলিকপ্টার যোগে শাল্লায় আসেন তিনি। শাল্লা সদরে অবস্থিত শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আইজিপিকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করা হয়। সেখানে আইজিপিকে ডিআইজি সিলেট রেঞ্জ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও শাল্লা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, নির্বাহী কর্মকর্তা আবু তালেব, থানা অফিসার ইনচার্জ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনসহ জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন