স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সন্ত্রাস বিরোধী স্পেশাল ট্রাইব্যুনাল পিপি’র শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোমবার দুপুরে সিলেট সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিজ্ঞ স্পেশাল পিপি অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু’র নেতৃত্বে উপস্থিত ছিলেন অ্যাড. আব্দুল মতিন, অ্যাড. আব্দুল খালিক, অ্যাড. সালেহ আহমদ হিরা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাড. কানন আলম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক অ্যাড. আবু ফাহাদ, সহ সম্পাদক অ্যাড. ওয়াসিম, অ্যাড. আশিস দে, অ্যাড. লিয়ন, অ্যাড. মাছুম আহমদ প্রমূখ। এ সময় নব নির্বাচিত সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিজ্ঞ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্মার্ট ক্লিন গ্রীন সিটি বিনির্মানে সকলের সহযোগিতা কামনা করেন।