হাওরাঞ্চল ডেস্ক: শীতকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প হিসেবে সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আর তিনদিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।রোববার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের সময় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া এ নির্দেশ দেন। ঘনকুয়াশায় ঢাকায় উড়োজাহাজ ওঠা—নামায় সমস্যা হলে বিকল্প হিসেবে এ ব্যবস্থা বলে জানান তিনি।বেবিচক চেয়ারম্যান বলেন, ‘অতীতে শীতকালীন ঘনকুয়াশার কারণে বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে তা অন্য দেশের বিমানবন্দরে নিয়ে যেতে হতো। তবে এবার বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে চার দিন ২৪ ঘন্টা চালু থাকবে। বাকি তিন দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একইভাবে চালু থাকবে। ফলে বিকল্প হিসেবে এই দুটি বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ডিং করানো যাবে।এসময় বেবিচক চেয়ারম্যান যাত্রী প্রান্তিক ভবন, যাত্রী লাউঞ্জ, রানওয়ে, এপ্রোন, নতুন বোর্ডিং ব্রিজ, শিশু পার্ক, ড্রাইভওয়েসহ অন্যান্য চলমান প্রকল্পসমূহ পরিদর্শন করেন। তিনি প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ জানান এবং আশা করেন, এসব কাজ দ্রুত শেষ হলে যাত্রীদের সেবার মান বাড়বে।বেবিচক চেয়ারম্যান আরও বলেন, ‘বিমানবন্দরের আধুনিকায়ন এবং উন্নয়ন কার্যক্রম যাত্রীসেবা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সকলকে এসব কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে।