ও সুন্দরীর পর এবার ময়ূরপঙ্খী নাও নিয়ে বাংলা গানের জগৎ মাতাতে এসেছেন বাংলাদেশের কৃতি গায়ক লক্স হাকিম লুকমান। পবিত্র ঈদুল ফিতরে তার গাওয়া ও সুন্দরী গান দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়। আর এবারো নিজের লেখা ময়ূরপঙ্খী নাও-এর রিলিজ দিতে যাচ্ছেন তিনি।
বাংলাগানে নদীর বহুমাত্রিক ব্যবহার রয়েছে। নদীকেন্দ্রীক এ সকল গানের মধ্যে নৌকাবাইচে গাওয়া গান সব শ্রেণির দর্শক শ্রোতার মন কারে আর এবার ঈদুল আযহা দর্শক শ্রোতাদের আন্দোলিত করতে ময়ূরপঙ্খে গান নিয়ে আসছেন লক্স হাকিম।
ও সুন্দরী আগেও হাকিমের গাওয়া বেশ কয়েকটি গান জনপ্রিয় হয়েছিল দেশে-বিদেশ। নতুন এ গান দর্শকদের মন জয় করবে বলে বিশ্বাস তার। সিলেট নগরের খরাদি পাড়ার বাসিন্দা হাকিম দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য বসবাস করে আসছেন। মাঝে কিছুদিন গানের জগত ছাড়লেও দর্শক শ্রোতার ভালোবাসায় আবারো ফিরেন সুরের জগতে।