জুড়ী প্রতিনিধি
জুড়ী উপজেলায় চাইল্ডএইড -জার্মানি এর অর্থায়নের এফআই ভিডিবি বাস্তবায়নে Quality Education for children in tea garden areas project এ অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় জড়ী উপজেলা হল রুমে সভা অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম কো অর্ডিনেটর মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুুচি কান্ত হাজং, বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার চৌধুরী, ফুল তলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম , বাগানের ম্যানেজার, বাগান কমিটির সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক ও মালালা প্রজেক্ট কো-অর্ডিনেটর, ম্যানেজার, মনিটরিং অফিসার, স্কুল অফিসার ও এনজিও প্রতিনিধি সহ এলাকার সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এফআইভিডিবি চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি স্কুলে ওয়াশব্লক, খাবার পানির ব্যবস্হা, ক্লাস রুম ডেকোরেশান, শিক্ষার্থীদের খাতা কলম , গল্পের বই, ইত্যাদি বিতরন করে যাচ্ছে। সেই সাথে পিছিয়ে পড়া চা শ্রমিক সন্তানদের কে মূলধারায় ফিরিয়ে আনতে মাঠ পর্যায়ে শিক্ষা নিয়ে কাজ করছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আরও বেসরকারি প্রতিষ্ঠান যদি শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আসে তাহলে দেশে কোন লোক নিরক্ষর থাকবে না।