নিউজ ডেস্ক :: সিলেট নগরীর শাহী ঈদগাহে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সিএনজি অটোরিকশা যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত সিএনজি অটোরিকশা যাত্রী হোসেন আহমদ (৩৫)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার মুহিবুর রহমানের ছেলে।
শুক্রবার (০৭ এপ্রিল) সকাল ১১টার দিকে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ আল্লাহু পয়েন্টে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, জৈন্তাপুর থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে ঈদগাহস্থ আল্লাহু পয়েন্টে আসে।সিএনজি অটোরিকশা থেকে যাত্রী নামে এ সময় একটি পিকআপ বিপরীত দিক থেকে এসে সিএনজি অটোরিকশার যাত্রীকে আঘাত করে। এ সময় সিএনজি যাত্রী হোসেন আহমদ গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সিএনজি অটোরিকশা তাকে সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসএমপি তোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।