শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন দিনক্ষণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে ১৭ আগস্ট কোটা ভর্তি কার্যক্রম চলবে। পরবর্তীতে ২৭, ২৮ ও ২৯ আগস্ট এই তিন দিন শিক্ষার্থীদেরকে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।