হাওরাঞ্চল ডেস্ক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল প্রথম ছাত্রী হলে দুইজন সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, শাবিপ্রবির জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগের প্রভাষক ইলোরা চাকমা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক নাইমা সুলতানা আলম সুপ্তিকে প্রথম ছাত্রী হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হলো। তাদের এ নিয়োগাদেশ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।