সুনামগঞ্জের শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের বিরুদ্ধে সুনামগঞ্জ বিশেষ জজ আদালতে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে ও মামলার বাদী সুধাকর দাশকে গ্রেফতারের জন্য শাল্লা কলেজের শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টায় শাল্লা কলেজ গেট হতে বিক্ষোভ মিছিল বিভিন্ন স্লোগান দিয়ে শহীদ মিনারে মিলিত হয়। এবং পরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, সুধাকর দাশ আওয়ামী লীগের দোসর সে বিভিন্ন সময় মানুষকে হয়রানি করেছে। এই ছাত্র-জনতার সময়ে কিভাবে সাহস পায় প্রিন্সিপালের বিরুদ্ধে মামলা করতে। আমাদের শাল্লা কলেজের প্রিন্সিপাল আব্দুস শহীদ স্যারের বিষয় ২০২০ সালে মন্ত্রণালয় থেকে নিষ্পত্তি করা হয়। এরপর এখন সে আবার এই নিষ্পত্তি বিষয় নিয়ে প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে এবং মামলার বাদী সুধাকর দাশ সহ তার সাথে জড়িত সবাইকে আজ ১ টার মধ্যে গ্রেফতারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়। যদি সুধাকর দাশকে গ্রেফতার না করা হয় তাহলে থানা ঘেরাওয়ের হুশিয়ারী প্রদান করে। এবং সুধাকর দাশকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করে থানা অভিমুখে গমন করলে পুলিশ থানার গেইট বন্ধ করে দেয়। পরে শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী কয়েস চৌধুরী, রাকিব ইসলাম, মুরাদ হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- কলেজ শিক্ষক অরুন চৌধুরী, বিশ্বনাথ দাস, বিজন রায়, কংকন সরকার, ক্ষিতীশ দাস, আল-আমীন সহ আরো অনেকেই।এব্যাপারে সুধাকর দাশ জানান, আমি শিক্ষার্থীর ভাই হিসেবে প্রিন্সিপাল স্যারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্তের প্রমাণাদি নিয়েই সুনামগঞ্জ বিশেষ ট্রাইবুনালে মামলা করেছি। আমরা কাছে সব ধরনের ডকুমেন্টস রয়েছে।এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সুধাকর দাশের বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করলে অবশ্যই আমরা আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করব।এব্যাপারে শাল্লা কলেজের প্রিন্সিপাল আব্দুস শহীদ সুধাকরের বিরুদ্ধে অভিযোগ করবেন কিনা প্রশ্নোত্তর প্রসঙ্গে প্রতিবেদকে জানান, আমি সুনামগঞ্জ থেকে মামলার কপি সংগ্রহ করার পর অভিযোগ করব কিনা সিদ্ধান্ত নিব।প্রসঙ্গত: বিগত ২০২০ সালে শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন ফি’র নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে সরেজমিনে তদন্ত করার সময় অভিযোগ সত্য প্রমাণিত হয়। কিন্তু তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীর ভাই সুধাকর দাশ বাদী হয়ে সোমবার কোর্টে মামলা হলে- মামলা তদন্তের জন্য দুদকের কাছে পাঠিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক। তবে মামলার বাদী সুধাকর দাশ ডুমরা গ্রামের রনজিত দাশের ছেলে।