হাওরাঞ্চলের কথা :: সুনামগঞ্জের শাল্লায় জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ঘরে ঘরে ওয়াটার লাইন সংযোগ করন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ৮ই(মে) শাল্লা সদরের ডুমুরা গ্রামে ঘরে ঘরে ওয়াটার লাইন সংযোগ কাজ উদ্বোধন করেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড:দীপু রঞ্জন দাশ। এ সময় উপস্থিত ছিলেন ডুমুরা গ্রামের রেবতী চৌ: বারীন্দ্র দাশ,প্রভাংশু দাশ,মৃদুল সরকার, ময়না দাশ,ও শানু মিয়া সহ অনেকেই। দ্বীগেন্দ্র দাশের বাড়ির লাইন সংযোগ দিয়ে ঘরে ঘরে ওয়াটার লাইন সংযোগ করনের কাজ শুরু হয়।