1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
নির্বাচন যত দেরী হবে দেশ তত পিছিয়ে যাবে- সিলেটে মির্জা ফখরুল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণে নির্বাচন কমিশনের দৃশ্যমান কর্মতৎপরতা চাই- জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজির মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভোক্ত দুইজন আসামি গ্রেপ্তার মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় কাপড়সহ একজন গ্রেপ্তার অস্ত্র-বিস্ফোরক ও সাইবার মামলার আসামী প্রতারক মামুনকে গ্রেফতারে মরিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেটে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সিলেটে ভুয়া ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যবসায়ী ও সাংবাদিক কাওছার জামিনে মুক্ত : তদন্ত কমিটি গঠিত বিএন পি আগামী নির্বাচনে বিজয়ী হলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে- আমির খসরু সিলেটে ভূয়া ওয়ারেন্ট দেখিয়ে ব্যবসায়ীকে গ্রেফতারে চাঞ্চল্যের সৃষ্টি

শাল্লায় আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শাল্লা প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লায় আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের গ্রেফতারের দাবীতে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। পরবর্তীতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা শাল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আ: রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, হাজিরুল ইসলাম আজহার। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন শিশু। কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল। হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা: ওসমান গণি প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শাল্লার কিছু মানুষ তাদের নিজ স্বার্থে আওয়ামী সন্ত্রাসীদের কাছে টানছে। তাদের পক্ষে বিভিন্ন জায়গায় সাফাই গাইছে এবং আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে। যারা এই সমস্ত কার্যক্রমে লিপ্ত তাদের এহেন কার্যকলাপ বন্ধ না করলে শাল্লার সংগ্রামী জনতা কঠোর হস্তে তাদেরকে দমন করবে। যারা আওয়ামী সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবীও জানান।
এসময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- শামীম আহমদ, আব্দুল মজিদ, ব্রজেশ রঞ্জন চৌধুরী, আব্দুল কাদির, , রুবেল আহমদ দুলাল, শৈলেন্দ্র কুমার দাস, আমিন, রাকিব মিয়া, আলতাব হোসেন, একরামুল হোসেন, নয়ন আহমদ, তারকে হাসান মুন্না, তোফাজ্জল হক বাপন, নাসির উদ্দীন, মাহমুদ হাসান সোহেল, শফি আহমদ শফিক সহ শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগ্রামী জনতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন