1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

শাবিপ্রবির প্রশাসনিক দায়িত্বে অধ্যাপক বদিউজ্জামান ফারুক

স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

উপাচার্য নিয়োগ হওয়ার আগ পর্যন্ত সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক খাতের দায়িত্ব পালন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফিজিক্যাল সায়েন্স অনুষদের সিনিয়র ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক।

সোমবার বেলা আড়াইটায় অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুকের সভাপতিত্বে স্কুল অব ফিজিক্যাল সায়েন্স অফিসে এক জরুরী সভার আয়োজন করা করা হয়। উক্ত জরুরি সভায় উপস্থিত ছিলেন স্কুল অব লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল¬াহ আল মামুন, স্কুল অব এ ফ্লাইট সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মোহাম্মদ রেজা সেলিম সহ সকল অনুষদের ডিনরা।

জরুরী সভায় সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিনবৃন্দের সভায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরী প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ ডিন প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক।

এ ব্যাপারে অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক বলেন, ডিনদের এক জরুরি মিটিংয়ে আমাকে জ্যেষ্ঠতার ভিত্তিতে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করার জন্য মনোনীত করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা আগামীকাল সকল ডিন এবং বিভাগীয় প্রধানদের নিয়ে মিটিং করে তাদের মতামতের ভিত্তিতে ক্লাস কার্যক্রম এবং হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করছি দ্রুতই আমরা ক্লাস কার্যক্রম শুরু করতে পারব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন