দ. সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ ও পাগলা বাজার এলাকায় দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
বুধবার সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টানা অভিযানে দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের নেতৃত্বে দেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেবুন নাহার শাম্মী।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমানসহ দক্ষিন সুনামগঞ্জ থানা পুলিশের একটি দল।
উচ্ছেদ অভিযান শেষে উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ ও পাগলাবাজার এলাকায় রাস্তার দুপার্শ্বে অবৈধভাবে গড়ে উঠা ২ শতাধিক অবৈধ কাচাঁ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।