গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সামাজিক সংগঠন লাখেরপাড় সমাজকল্যাণ যুব সংঘের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সংগঠনের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন সুরুজের সভাপতিত্বে ও যুব নেতা রমজান মোল্লার পরিচালনায় শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সরোয়ার হোসেন ছেদু, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, ইউপি সদস্য আব্দুল আওয়াল।
এ সময় উপস্থিত ছিলেন তৈয়ব আলী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, পূর্ব জাফলং আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা মিয়া, জাফলং স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম খোকন, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, মনসুর আহমেদ জাহিদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সোহেল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন লাখের পার সমাজ কল্যাণ যুব সংঘের আহ্বায়ক কমিটির সদস্য হায়দার আলী, নব নির্বাচিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে লাখেরপাড় সমাজকল্যাণ যুব সংঘের নব নির্বাচিত কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রমজান আহমেদ, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মোস্তফা, প্রচার সম্পাদক জামির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আ: রহমান, কার্যকারী কমিটির সদস্য সাহাব উদ্দিন, আল আমিন ও রুবেল শপথ নেওয়ার মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন।