নিউজ ডেস্কঃ লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে ঢুকে পড়ে। শুক্রবার দুপুরে উপজেলার স্থানীয় বুল্লা বাজারে এঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ব্যবসায়ীসহ স্থানীয়রা।
জানা যায় , শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী জেলার বেলাবো উপজেলার চরছায়েক গ্রামের মহর আলীর ছেলে গাড়ীর চালক নাদিম ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গোরাকান্দা গ্রামের হেলপার শান্ত কে নিয়ে লাখাই উপজেলার বুল্লাবাজার থেকে সরিষা নিতে এসে বুল্লাবাজার এ ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্থার বাম পাশে বুল্লা বাজার এর ৩টি দোকানে ঢুকে পড়ে।
এঘটনায় বুল্লাবাজার আল আকসা সুপার মার্কেটের ইকবাল মিয়ার ফ্লেক্সি লোডের দোকান, স্বপন দাসের সেলুন, আকিব হোমিও হোম এর ক্ষয়গ্রস্ত হয়েছে।
এতে ৩ টি দোকান প্রায় কয়েক লক্ষাধিক টাকার মতো মালামাল ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এঘটনার খবর পেয়ে লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শাহানুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গাড়ীর চালক ও হেলপার সহ (ঢাকা মেট্রে ট ১৮- ৩০১৭) ট্রাকটি আটক করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।