আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন মোশাহিদ আলম মহিম তালুকদার। আজ সোমবার (১ নভেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোয়ন দাখিল করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, মোশাহিদ আলম মহিম তালুকদারের প্রস্তাবকারি আলী হাসান, সমথর্নকারি রুহুল আমিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মুরাদ মিয়া, সৈয়দুর রহমান, জনি,মনসুর আলম, সবুজ তালুকদার, রফিক মিয়া, ছয়ফুল্লাহ, মঞ্জু মিয়া, পপলু, রেজা, রাহেল, শাহি, রকিব, আতিক। মনোনয়ন দাখিলের পর মোশাহিদ আলম মহিম তালুকদার এক পথ সভায় বলেন, আমি একজন তরুণ প্রার্থী তারুণ্যরে প্রতিনিধি হিসেবে আমাকে ভোট দেয়ার অনুরোধ জানাই । আমি নির্বাচিত আপনাদের সেবা করতে চাই। আমি ওয়াদা করছি সব সময় ভোটারদের পাশে থাকব। আপনাদের কাছে আমি অনেক আশা নিয়ে এসেছি একবার আমাকে সুযোগ প্রদানের অনুরোধ রইলও।